কয়রায় ড.চয়ন কুমার রায় স্বাধীনতা সংসদ শাইনিং এ্যাওয়ার্ডে ভূষিত
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় স্বাধীনতা সংসদ শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০১৯ এ ভূষিত হলেন, খুলনার কয়রা উপজেলার খান সাহেব কোমরউদ্দিন মডেল ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ ও চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ড. চয়ন কুমার রায়।
অধ্যক্ষ ড. চয়ন কুমার রায় কে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তে এ্যাওয়ার্ড ২০১৯ এ ভূষিত করা হয়।
জানা গেছে ১৯৯১ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া মান উন্ন্য়নে এ ধরনের এ্যাওয়ার্ড প্রতি বছর দিয়ে আসছেন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রেস কাউন্সিল এর মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উক্ত এ্যাওয়ার্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যডভোকেট আবিদা আনজুস মিতি এমপি, সাউথ ইউনিভার্সিটির উপাচার্য। অধ্যাপকড. আ,ন,ম মেশকাত উদ্দীন, সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ শিল্পি বুলবুল মহলানবীশ।
সুন্দরবন তীরবর্তী খুলনার কয়রা উপজেলার অধ্যক্ষ চয়ন কুমার রায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ্যওয়ার্ড পাওয়ায় সমগ্র কয়রা উপজেলার শিক্ষক ছাত্র ও শিক্ষামহলের কাছে পরম শ্রদ্ধা ও ভালবাসায় অভিসিক্ত হয়েছেন এবং ভূয়শী প্রশংসা কুড়িয়েছেন।
0 Comments
You Have new massage