বাংলাদেশ সরকার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য গত 17 মার্চ থেকে সর্বপ্রকার স্কুল-কলেজ ক্লাস নেওয়া বন্ধ করা হয়েছে। এবং এপ্রিল মাস থেকে এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করা হয়েছে এছাড়াও বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষাসহ সরকারি বিভিন্ন কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে । এমতাবস্থায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সংসদ বাংলাদেশ টেলিভিশন এর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমে সংসদ বাংলাদেশ টেলিভিশন এর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য সংসদ বাংলাদেশ টিভি চ্যানেলে পাঠদান করানো হবে । এবং এই বিষয়টি নিয়ে আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কিভাবে অনলাইনে সংসদ বাংলাদেশ টেলিভিশন চ্যানেলটি সরাসরি দেখবেন সেই লিংক আজকের পোস্টে শেয়ার করা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পোস্টটি আপনার পার্শ্ববর্তী সকলের কাছে পৌঁছে দিন যেন সকল স্টুডেন্ট সরকারি এই কার্যক্রমে সরকারি টিভি ক্লাসে অংশগ্রহণ করতে পারে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রদানকৃত নোটিশটি নিচে শেয়ার করা হলো:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ থেকে প্রদানকৃত নোটিশ টি হল: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক কার্যালয় জেলা শিক্ষা অফিস উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিস সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কালীন সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশন বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী 29 3 2020 তারিখ সকাল নয়টায় 9.00 এই কার্যক্রম শুরু হবে। পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে প্রদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দিবেন প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে এই বাড়ীর কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। বিষয়টি অতি জরুরী।
0 Comments
You Have new massage