Header Ads Widget

প্রোপোস করার পর কি হলো দেখে নিন

শুরুঃ
এইটা আমার নিজের জীবন কাহিনী
• ছোট একটা 💙love story💚যার শুরু না দিয়ে আর বাকিটা না হই নিচে পড়ে জানি,,,,,''''''''
দুই জনই গ্রামে থাকে একই গ্রামে তাদের বাড়ি। ছেলে থাকতো শহরে আর মেয়ে তার নিজের গ্রামে শহরে ৩/৪ বছর কাজ করে বাড়িতে চলে আসে।বাড়িতে এসে তার একটা মেয়েকে পছন্দ হয়ে যায়।
fast time সে মেয়েটিকে propose করলো,জবাবে মেয়েটি না বলে দিলো।ছেলেটি অনেক অনেক আসা নিয়ে তাকে প্রস্তাব দিলো butমেয়েটি তা গ্রহন করলো না।এতে ছেলেটি কষ্ট পেল but হাল ছাড়ে নাই,,,ছেলেটা মেয়েটার সম্পর্কে খবর নিয়ে জানতে পারলো সে অন্য আরেক জনের সাথে ফোনে কথা বলে।এতে ছেলেটা মনে মনে ভাবলো যে তার পিছু সে ছেড়ে দেবে।সে পিছু ছাড়তে চাইলেও তার মন মেয়েটার কথা ভুলতে পারছে না,,,,
হঠাৎ একদিন বিকাল বেলা মেয়েটির বান্ধবি ছেলে টাকে বললো যে, আমার বান্ধবি যে ছেলের সাথে কথা বলে সেই ছেলে আজ এই খানে আসছে,,,,এই কথা শুনে ছেলেটি তাকে খোজ করে বের করলো,,,
আর তার সাথে কথা বলার জন্য তার কাছে গেল সেখানে যেয়ে যা বললো,,,
আমিঃ তুমি কি জামাল?

ছেলেটাঃজবাব দিলো হ্যা আমি জামাল।সেই সাথে আমাকে একটা প্রশ্ন করে বসলো,আপনাকে তো চিনলাম না?
আমিঃসাথে একটা বন্ধু ছিলো তাকেই সব বলতে বললাম সেই তার সাথে কথা বললো!
সব কথা শেষে ছেলে কে একটু threat দিলাম,,,যাতে সে আর এই গ্রামে না আসে,,,এটা করাটা ঠিক হই নাই,তাও করলাম শুধু তাকে পাওয়ার জন্য।
তার পর,,,,,,,,
second time,,,,যা হলো,
আবার একদিন বিকালে ছেলেটি মেয়েটিকে প্রোপোশ করলো,,,মেয়েটি তখন জবাব দিলো,আমার প্রেম করতে ইচ্ছা করে না।এই কথা শুনে ছেলেটার একটু রাগ হলো।তার পর ও সে তার পিছু ছাড়ে না, রাতে তাকে স্বপ্ন দেখে গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। তাকে নিয়ে ভাবতে ভাবতে বাইরের দিকে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে।

ছেলে টি ভাবে মেয়েটি কোন এক দিন তার ডাকে সাড়া দেবে।
(এখনও তার অপেক্ষায় পথ চেয়ে আছি)

Post a Comment

0 Comments