Header Ads Widget

একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে ফাদে ফেলে দেখুন

মেয়েঃআমি যদি পড়ে যাই তুমি কি আমাকে তুলবে??
ছেলেঃনা!!
মেয়েঃআমি যখন দুঃখ পাব তুমি কি আমার কান্না মুছিয়ে দেবে??
ছেলেঃনাহ!!
মেয়েঃআমাকে দেখতে যদি কখনো খারাপ লাগে তখনো কি আমাকে ভালবাসবে??
ছেলেঃ না!!
মেয়েঃযাই হোক!! কমপক্ষে সত্য বলার সৎ সাহস তোমার আছে!! এজন্য তোমাকে ধন্যবাদ!!

ছেলেটি তখন মেয়েটিকে কাছে টেনে নিয়ে বললঃ
আমি তোমাকে পড়ার পর তুলবো না!! কারন, আমি তোমাকে পড়ার আগেই ধরে ফেলব!!

আমি তোমার দুঃখের কান্না মুছে দিবো না!! কারন, আমি তোমার কাছে কোন দুঃখকে আসতে দেবো না!!  যখন তোমাকে দেখতে খারাপ লাগে তোমাকে সে সময় ভালবাসব না!! কারন ওই সময় আমার কখনোই আসবে না, তুমি সব সময় আমার কাছে সুন্দর!!  আমি তোমাকে অন্য সব কিছুর চেয়ে ভালোবাসি!! সব সময় এবং সর্বদা!!
আমরা যারা গল্প পড়তে ভালো বাসি তারা সবাই আমাদের ব্লগারে join দেই
গল্প আমাদের কলপ্নার জগৎ থেকে বাসতব জীবনের দিকে টেনে নিয়ে যাই,,,গল্প পড়লে মন ভালো থাকে মন খারাপ থাকলে আমরা সব সময়   গল্প পড়বো তাহলে মন ভালো হয়ে যাবে

Post a Comment

0 Comments